সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘বুলবুল’

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে এরই মধ্যে সাগর উত্তাল হয়ে উঠেছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৫.৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.৫ ডিগ্রি পূর্ব দধাঘিমাংশ) অবস্থান করছে। এটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮২০ কি. মি, দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কি. মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৭০ কি. মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কি. মি. দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর অগ্রবর্তী অংশের প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর বিক্ষুব্ধ রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতি সত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
নিশ্চিত করে কিছু জানানো না হলেও আবহাওয়াবিদরা ধারণা করছেন, ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা এবং বরিশাল উপকূলের দিক দিয়ে আঘাত হানতে পারে এটি।
এদিকে বৃহস্পতিবার রাত পৌণে ১২টার দিকে এনডিটিভির প্রকাশিত খবরে বলা হয়েছে, গত ছয় ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার গতিবেগে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম দিকে ঘুরে ঘূর্ণিঝড় বুলবুল অবস্থান করছে পূর্ব এবং পশিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। ওড়িশার পারা দ্বীপের দক্ষিণ, দক্ষিণ পূর্ব থেকে প্রায় ৫৬০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় বুলবুল। পাশাপাশি সাগর দ্বীপের ৬৮০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ পূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় এবং বাংলাদেশ উপকূল থেকে তা রয়েছে প্রায় ৭৪০ কিলোমিটার দূরে, জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী মাত্র ৬ ঘণ্টায় এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর আগামী ১২ ঘণ্টায় উত্তর, উত্তর পশ্চিম দিকে ঘুরবে এই ঘূর্ণিঝড়। শনিবার সকাল থেকে এটি উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গের আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে এই তীব্র ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়াবে এবং তখন হাওয়ার গতিবেগ থাকতে পারে ৯৫ থেকে ১০৫ এমনকি তা ১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টাও থাকতে পারে। এই তীব্র ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়িয়ে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং তখন বাতাসের গতিবেগ ১২০ থেকে ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। এদিন রাত থেকেই বাতাসের গতিবেগ বেড়ে যাবে বঙ্গোপসাগরে যা ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা ছাড়িয়ে যেতে পারে।
এর ফলে শুক্রবার রাত থেকেই পশ্চিমবঙ্গ উপকূলে ৪০ থেকে ৫০ এমনকি ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে এবং ধীরে ধীরে এই হাওয়ার গতিবেগ আরও বাড়বে। শনিবার সন্ধ্যা থেকে বাতাসের গতিবেগ পৌঁছতে পারে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা এমনকি ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা ঝোড়ো হাওয়া বইতে পারে। রোববার সকাল থেকেই ঝড়ের দাপট আরও বাড়বে। ৭০ থেকে ৮০ কিলোমিটার এমনকী ঘণ্টায় ৯৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গ উপকূল অঞ্চলে।
আর্কাইভস সংবাদ

আ.লীগের জন্ম মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে: শেখ হাসিনা

দুর্নীতির আসামিরা মাটির নিচে থাকলেও খুঁজে বের করতে হবে: হাইকোর্ট

কেরানীগঞ্জে আগুন: দগ্ধ হয়ে আরও ৩ জনের মৃত্যু

বঙ্গবন্ধু সাফারি পার্কে ‘পকেট মাঙ্কি’ পরিবারে নতুন ২ অতিথি

প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ

মহান বিজয় দিবসে আ.লীগের কর্মসূচি

দ্বিতীয় দিনের বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ

তরুণ সংগীতশিল্পী পৃথ্বী রাজ আর নেই

এবার চাঁদপুরে আযহারীর মাহফিল বন্ধ

কীর্তনখোলায় লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডুবে গেছে কার্গো

আন্তর্জাতিক চাপে মিয়ানমার

রাজাকারের তালিকা প্রকাশ রোববার

সেনাপ্রধানকে নিয়ে আদালতের রায়ে যা বললেন ইমরান

বুয়েটের ৯ ছাত্রকে হল থেকে আজীবন বহিষ্কার

বিদ্যুতের দাম ২৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

১০ বছর নাগাদ যুক্তরাজ্য ভেঙে যেতে পারে: জরিপ

কম দামে পেঁয়াজ কিনে বেশি দামে বিক্রি করায় জরিমানা

বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে ব্যাংকিং কমিশন গঠন ফলদায়ক হবে না: টিআইবি

ট্রাম্পের অভিশংসন তদন্ত: আগামী সপ্তাহ থেকে গণশুনানি শুরুর ঘোষণা

সিপিইসি নিয়ে মার্কিন উদ্বেগ নাকচ করল পাকিস্তান

প্রধানমন্ত্রীকে পেয়ে ওরা ভালো খেলবে ভেবেছিলাম: সৌরভ

জাবি ছাত্রলীগ সম্পাদকের পদত্যাগ

ক্রেডিটকার্ড ব্যবহারকারীদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

যোগদানের ৪ দিনের মাথায় টাকাসহ আটক সাবরেজিস্ট্রার

মামলা মোকাবেলা করতে জাতিসংঘ আদালতে যাচ্ছেন সুচি

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে রাহাতের বাবার মামলা

পরিচালক ফাহমির সঙ্গে মিথিলার অন্তরঙ্গ ছবি ভাইরাল

ট্রেন চালকের দক্ষতায় বাঁচলো শত প্রাণ

দুইদিনে ২৭ ফিলিস্তিনি আটক করল ইসরাইলি সেনারা
